শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

খাদ্য সংকটে ভুগছে হাইতির ১০ লাখ শিশু

দীর্ঘস্থায়ী সহিংসতা, বাস্তুচ্যুতি এবং মানবিক সাহায্যের সীমিত প্রবেশাধিকারের ফলে হাইতিতে ১০ লাখেরও বেশি শিশু মারাত্মক খাদ্য সংকটের সম্মুখীন হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এ কথা জানিয়েছে।

হাইতিতে ইউনিসেফের প্রতিনিধি গীতা নারায়ণ জানান, আমরা এমন একটি পরিস্থিতির দিকে নজর দিচ্ছি যেখানে চলমান সহিংসতা, চরম দারিদ্র্য এবং ক্রমাগত অর্থনৈতিক সংকটের ফলে বাবা-মায়েরা তাদের সন্তানদের আর যত্ন এবং পুষ্টি দিতে পারবেন না।

সংস্থাটি জানায়, হাইতির বেশিরভাগ এলাকাজুড়ে সশস্ত্র সহিংসতার ফলে পরিবারগুলোর পুষ্টি সংকট তৈরি করছে।

সংস্থাটি আরও জানায়, ২০২৫ সালের শুরু থেকে, ইউনিসেফ এবং এর অংশীদাররা ৪ হাজার ৬শ’ জনেরও বেশি তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুর চিকিৎসা করেছে। যা এই বছর জীবন রক্ষাকারী চিকিৎসার প্রয়োজন বলে অনুমান করা ১ লাখ ২৯ হাজার শিশুর মাত্র ৩ দশমিক ৬ শতাংশ।

আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর ব্যবহৃত সর্বশেষ সমন্বিত খাদ্য নিরাপত্তা শ্রেণি বিভাগ (আইপিসি) অনুসারে, প্রায় ২৯ লাখ শিশু সারা দেশে উচ্চ স্তরের খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছে। যা হাইতিতে প্রতি চারজনের মধ্যে একজন।

ইউনিসেফ জানায়, ক্রমবর্ধমান সহিংসতা জীবন রক্ষাকারী চিকিৎসাসহ স্বাস্থ্য সেবা থেকে শিশুদের বঞ্চিত করছে। যার ফলে শিশুরা বিভিন্ন ধরণের অপুষ্টি এবং প্রতিরোধযোগ্য রোগের ঝুঁকিতে পড়ছে।

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে, অর্ধেকেরও কম স্বাস্থ্য সেবা কেন্দ্র সম্পূর্ণরূপে চালু আছে। তিনটি প্রধান সরকারি হাসপাতালের মধ্যে দুটি সেবা প্রদানের বাইরে রয়েছে।

ইউনিসেফ উল্লেখ করেছে, প্রয়োজন যত তীব্র হচ্ছে, তহবিলের ঘাটতির কারণে সেবা প্রদান ক্রমশ সীমিত হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img