রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ভারতে ‘জয় শ্রীরাম’ না বলায় কিশোরের ওপর হিন্দুত্ববাদীদের হামলা

ভারতে মুসলমানদের উপর হিন্দুত্ববাদীদের নির্যাতন বেড়েই চলছে। এমনকি হিন্দু শিশুরাও তার পরিবার থেকে মুসলিম নির্যাতনের পাঠ গ্রহণ করছে। এবার জয় শ্রী রাম স্লোগান দিতে অস্বীকার করায় ১৩ বছরের একজন মুসলিম কিশোরকে কাঁচের বোতল ভেঙে জখম করেছে তিন হিন্দু কিশোর।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উত্তরপ্রদেশের কানপুর জেলার মহারাজপুর শহরে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মুসলিম কিশোর জানান, ঘটনার দিন তিনি বাসের জন্য স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। হঠাৎ করেই তার সামনে এসে দাঁড়ায় তিন জন উগ্র হিন্দুত্ববাদী কিশোর। কোনো রকম উসকানি ছাড়াই তারা ওই মুসলিম কিশোরকে নির্দেশ দেয়—তাদের পা ধরে সালাম করতে হবে। কিশোরটি তা করতে অস্বীকৃতি জানালে, তাকে জোর করে জয় শ্রীরাম স্লোগান দিতে বলা হয়। কিশোরটি তাতেও সাড়া না দিলে, তাদের একজন সঙ্গে থাকা কাচের বোতল ভেঙে সেটি তার পায়ে ঢুকিয়ে দেয়।

তীব্র যন্ত্রণা ও রক্তাক্ত অবস্থায় কিশোরটি কোনোমতে বাড়ি ফিরে আসে এবং পরিবারকে পুরো ঘটনা জানায়। পরে তার দাদা বাধ্য হয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী কিশোর আরও জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও তিনি একাধিকবার উগ্র হিন্দুত্ববাদীদের অপমানজনক আচরণের শিকার হয়েছেন। ধর্মের ভিত্তিতে এই ধারাবাহিক হেনস্তা তাকে মানসিকভাবেও বিপর্যস্ত করে তুলেছে।

উল্লেখ্য, এই ঘটনায় ভারতীয় বিএনএস ধারার অধীনে একটি মামলা নথিভূক্ত করা হয়েছে ও তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: ক্লারিয়ন ইন্ডিয়া

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img