সোমবার, এপ্রিল ২১, ২০২৫

তুরস্ক ও আফগানিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটছে: জাবিহুল্লাহ মুজাহিদ

তুরস্ক ও ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটছে বলে জানিয়েছেন দেশটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

শুক্রবার (১৮ এপ্রিল) আঙ্কারায় তুরস্কের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী নূহ ইলমাজ ও আফগান রাষ্ট্রদূত জুবায়ের ওয়াদানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের উদ্ধৃতি দিয়ে এমন মন্তব্য করেছেন মুজাহিদ।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তান ও তুরস্কের মধ্যে সম্পর্ক বর্তমানে অত্যন্ত দৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ। দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা পারস্পরিক আস্থা ও বিশ্বাসের এক মজবুত ভিত্তি তৈরি করেছে। দূতাবাস সংক্রান্ত বিষয়েও ইতিবাচক অগ্রগতি হয়েছে, এবং আশা করা যাচ্ছে, অল্প সময়ের মধ্যেই এটি সন্তোষজনকভাবে সমাধান হবে।

বৈঠকে, উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে বাণিজ্য পরিবহন ও সাংস্কৃতিক বিষয়ে একটি যৌথ কমিশন গঠনেরও প্রস্তাব দেওয়া হয়। আফগানিস্তানের পক্ষ থেকে বন্দী বিনিময় ও আফগান নাগরিকের জন্য তুর্কি ভিসা সহজতর করার অনুরোধ জানানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, তুরস্ক একটি সক্রিয় ন্যাটো সদস্য ও ইউরোপের দেশগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। তাই আফগানিস্তানের চলমান সংকট মোকাবেলায় ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি আদায়ে ও দেশটিকে তাদের প্রত্যাশিত লক্ষ্যপূরণের পথে এগিয়ে নিতে তুরস্ক একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখতে পারে।

এর আগে, কাবুলে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সেনক উনাল জানান, তাঁর দেশ আফগানিস্তানের সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতার লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছে।

তিনি বলেন, আফগানিস্তান ও তুরস্কের মধ্যকার সম্পর্ক সবসময়ই পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও স্থিতিশীলতার ভিত্তিতে গড়ে উঠেছে—এ সম্পর্ক অতীতে যেমন শক্ত ছিল, ভবিষ্যতেও তা আরো গভীর ও সুদৃঢ় হবে।

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img