নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় তুরস্ক পাশে থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাবেক উপদেষ্টা ড. ইয়াসিন আকতাই।
তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় তুরস্ক সবসময় বাংলাদেশের পাশে থাকবে।
সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুল তিজারাত বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ স্টাডিজ কনফারেন্সে এসব কথা বলেন ড. ইয়াসিন আকতাই।
‘জুলাই বিপ্লবের চেতনায় বাংলাদেশ ২.০ বিনির্মাণ’ শীর্ষক এই সম্মেলনে বক্তা ছিলেন, অধ্যাপক ড. ইয়াসিন আকতাই, দৈনিক আমার দেশের সম্পাদক ড. মাহমুদুর রহমান এবং যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ অধ্যাপক ড. কবির হাসান।
কনফারেন্সে বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন বিপ্লব থেকে বাংলাদেশকে শিক্ষা নিতে হবে। এর মাধ্যমেই বাংলাদেশকে মানবিক, ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত রাষ্ট্রে রূপান্তরের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে তুরস্কভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর)।
এতে আরও বক্তব্য রাখেন, তুরস্কের সংসদ সদস্য দোয়ান বেকিন, সুইডেনের সাবেক মন্ত্রী মেহমেত কাপলান, ইস্তাম্বুল তিজারাত ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর নেজিপ সিমশেক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহীনুল আলম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান, ইউএস কাউন্সিল ফর মুসলিম অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল ওসামা জামাল এবং ইসাম গবেষণা প্রতিষ্ঠানের প্রধান অধ্যাপক ড. হোসেইন হুসনী কয়অলু, সিপিএসআর-এর নির্বাহী পরিচালক ড. আ. স. ম. মাহমুদুল হাসান ও গবেষক মাকামে মাহমুদ।