কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানি সেনাদের হাতে আটক হয়েছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক জওয়ান। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রাইফেলধারি সেই জওয়ানকে আটক করে পাকিস্তানের রেঞ্জার্সের সদস্যরা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছে, অসাবধানতাবশত বিএসএফের ওই জওয়ান পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের সীমান্ত পেরিয়ে পাকিস্তানে অভ্যন্তরে চলে গিয়েছিলেন।
বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে ভারতীয় এক সংবাদমাধ্যম বলেছে, গতকাল (বুধবার) ১৮২নং ব্যাটালিয়নের কনস্টেবল পিকে সিং সামরিক পোশাক পরিহিত অবস্থায় ভুলবশত, ফিরোজপুরের কাছ দিয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করেন। ওই সময় তার হাতে রাইফেলও ছিল। তিনি স্থানীয় কৃষকদের সহায়তা করছিলেন। তখন পথভ্রষ্ট হয়ে পাকিস্তানের ভেতর ঢুকে পড়েন।
সেই জওয়ানকে দেশে ফিরিয়ে আনতে ইতিমধ্যে পাকিস্তানি সেনার সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক হয়েছে।