কাশ্মীরের পেহেলগাম হামলাকাণ্ডকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত ক্রসিং বন্ধ, সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি স্থগিত এবং পাকিস্তানিদের জন্য সবধরনের ভিসা সেবা স্থগিতের ঘোষণা দেয় ভারত।
সেইসব পদক্ষেপের প্রতিক্রিয়ায় এবার ভারতের সঙ্গে ঐতিহাসিক সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
উল্লেখ্য, সিমলা চুক্তিতে রয়েছে- ভারত ও পাকিস্তান একে অপরের ভূখণ্ডের প্রতি সম্মান দেখানোর প্রতিশ্রুতি। তাছাড়া, বিরোধ নিষ্পত্তিতে যুদ্ধ এড়িয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে মীমাংসার কথাও রয়েছে সেই চুক্তিতে।
কাশ্মীর অঞ্চলটি ভারত ও পাকিস্তান নিজেদের নিয়ন্ত্রণে রাখা অংশ সিমলা চুক্তির আলোকে নিয়ন্ত্রণ করে আসছে। সেই চুক্তি অনুযায়ী, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি বজায় রেখেছে তারা।
জাতীয় নিরাপত্তা কমিটির সেই বৈঠকে আরও উপস্থিত ছিলেন, পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনিরসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা।