শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

ইসলামবিরোধী অপচেষ্টা চালাচ্ছে নারী সংস্কার কমিশন: হাফেজ আবুল মঞ্জুর

নারীবিষয়ক সংস্কার কমিশন ইসলামবিরোধী অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে বাংলাদেশ ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সমন্বয় কমিটির আহবায়ক হাফেজ আবুল মঞ্জুর বলেছেন, মানবজাতির পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা ইসলামই নারীদের প্রকৃত মর্যাদা ও অধিকার প্রদান করেছে। যারা ইসলামের শাশ্বত বিধিবিধানের বিরুদ্ধাচারণ করে নারীসমাজের অধিকারের কথা বলছে তারা মূলত নারীদের মর্যাদাহীন ও যথাযথ অধিকার বঞ্চিত করতে চায়।

তিনি বলেন, এরা কখনো সভ্য নারীসমাজের যথাযথ প্রতিনিধি ও প্রকৃত কল্যাণকামী হতে পারে না। এমন নোংরা রুচির হীন চরিত্রের নারীদের নিয়ে গঠিত নারীবিষয়ক সংস্কার কমিশন ও তাদের ইসলাম বিরোধী সুপারিশমালা সভ্যসমাজ কখনোই মেনে নেবে না।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে সংগঠনের জেলা সমন্বয় কমিটি আয়োজিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় অবিলম্বে ইসলাম বিদ্বেষ ও অশ্লীলতা প্রসারের দায়ে নারীবিষয়ক সংস্কার কমিশন ও তাদের প্রস্তাবনা বাতিল করার জোর দাবি জানান তিনি।

সদস্য সচিব হাফেজ মাওলানা শওকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক মাওলানা যায়নুল আবেদীন, মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ, নির্বাহী সদস্য কারী আশরাফুল মতিন মোহাম্মদ আসেম, মাওলানা দিদারুল আলম, মাওলানা হাফেজ আতিকুর রহমান রাসেল প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img