ভারতের দখলকৃত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলার ইস্যুতে পাকিস্তানকে অভিযুক্ত করছে ভারত। এমতাবস্থায় ঐক্যবদ্ধভাবে ভারতকে জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান।
তিনি বলেন, ভারতের আগ্রাসী মনোভাবের জবাবে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে উপযুক্ত জবাব দেবে।
শুক্রবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি জংগ
মাওলানা ফজলুর রহমান বলেন, জাতীয় নিরাপত্তা কমিটির সিদ্ধান্তকে আমরা সমর্থন করি এবং ওই সিদ্ধান্তে জাতির মনোবল আরও শক্ত হয়েছে। পুরো জাতি কোনো দ্বিধা ছাড়াই জাতীয় নিরাপত্তা কমিটির অবস্থানের পাশে রয়েছে।
তিনি বলেন, দেশের প্রতিরক্ষায় পুরো জাতি এক কাতারে রয়েছে। ভারত তাদের ব্যর্থ নিরাপত্তা নীতির দায় পাকিস্তানের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।









