ভারত-পাকিস্তান চলমান উত্তেজনায় পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসা ‘খালিস্তান আন্দোলনের’ নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন।
ওয়াশিংটন থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা ২ কোটি শিখ পাকিস্তানের পাশে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। পান্নুন বলেন, ‘আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান আক্রমণ করার জন্য পাঞ্জাবের ভেতর দিয়ে যেতে দেব না।’
রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
ভারতে সংখ্যালঘু নির্যাতনের সমালোচনা করে তিনি বলেন, সংখ্যালঘুদের— বিশেষ করে শিখদের প্রতি নিপীড়ন সবার কাছেই পরিষ্কার। কাশ্মীর ইস্যুতে প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন ১৯৬৫ বা ১৯৭১ সাল নয়, এটা ২০২৫। পরিস্থিতি পাল্টে গেছে’।
নরেন্দ্র মোদি, অজিত ডোভাল, অমিত শাহ ও এস জয়শঙ্করকে আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার ঘোষণাও দেন তিনি।