বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

ভারত নিজেই হত্যাকাণ্ড ঘটিয়ে পাকিস্তানের ওপর দোষ চাপায়: আফ্রিদি

দখলকৃত জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও’তে কথিত বন্দুকধারীর হামলা নিয়ে ভারত সরকার ও দেশটির সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ভারত নিজেরাই নিজেদের লোককে হত্যা করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

রবিবার (২৭ এপ্রিল) স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে আফ্রিদি বলেন, “পহেলগাঁও’তে সন্ত্রাসীরা এক ঘণ্টা ধরে মানুষ হত্যা করতে থাকলো, কিন্তু জম্মু ও কাশ্মীরে থাকা ৮ লাখ ভারতীয় সৈন্যের একজনও সেখানে উপস্থিত হলো না। আর যখন তারা এল, তখন পাকিস্তানের উপর দোষ চাপালো”

তিনি আরও বলেন, “ভারত নিজেরাই সন্ত্রাসবাদ চালায়, নিজেদের মানুষকে হত্যা করে, অতঃপর পাকিস্তানের উপর দোষ চাপায়।”

সাবেক পাক অধিনায়ক বলেন, “কোনো দেশ বা ধর্ম সন্ত্রাসবাদকে সমর্থন করে না। আমরা সবসময় শান্তিকে সমর্থন করি। ইসলাম আমাদের শুধুই শান্তির শিক্ষা দেয়। এবং পাকিস্তান কখনোই এ ধরনের কাজকে সমর্থন করে না। আমরা সবসময় ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করেছি।”

এসময় তথ্য সন্ত্রাসের জন্য ভারতীয় গণমাধ্যমকে ‘বোধহীন’ বলেও ধিক্কার জানান আফ্রিদি।

তিনি বলেন, “ভারতে যাওয়ার আগে আমরা অনেক হুমকি পেয়েছি। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে আমি ছিলাম অধিনায়ক, এবং তখনও নিশ্চিত ছিলাম না আমরা যাবো কি না। ভারত খেলাধুলা নিয়েও দিমুখী আচরণ করে। তারা তাদের কাবাডি দল এখানে পাঠাতে পারে, কিন্তু ক্রিকেট দল পাঠাতে পারে না। যদি বন্ধ করতে চাও, তবে সম্পূর্ণ বন্ধ করে দাও, অথবা খেলাধুলা’কে তার মতো চলতে দাও।”

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img