আজাদ কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের (এলওসি) কাছে আকাশসীমা লঙ্ঘনকারী ভারতের একটি গোয়েন্দা কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
প্রতিবেদনে বলা হয়, আকাশসীমা লঙ্ঘন করে মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পরে ভারতের গোয়েন্দা ড্রোনটি। পরে আজাদ কাশ্মীরের ভিম্বার জেলার মানাওয়ার সেক্টরে গুলি করে সেটিকে ভূপাতিত করা হয়।
নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানের গণমাধ্যমগুলো জানায়, পাকিস্তান তার আকাশসীমা লঙ্ঘনকে ব্যর্থ করে নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি ভারতীয় কোয়াডকপ্টারকে সফলভাবে গুলি করে ভূপাতিত করেছে। ভারত ড্রোনটি ব্যবহার করে নজরদারি চালানোর চেষ্টা করেছিল। পাকিস্তান সেনাবাহিনী সময়মতো পদক্ষেপের মাধ্যমে শত্রুর এই ঘৃণ্য প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে।’