ভারতের দখলকৃত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার কথা আগে থেকে জানতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে মন্তব্য করেছন ভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
তিনি বলেন, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলার তিন দিন আগে প্রধানমন্ত্রীর কাছে একটি গোয়েন্দা প্রতিবেদন পাঠানো হয়েছিল। ওই প্রতিবেদনে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা। ওই তথ্য পাওয়ার পরই প্রধানমন্ত্রী তাঁর নির্ধারিত কাশ্মীর সফর বাতিল করেন।
মঙ্গলবার (৬ মে) এক বিবৃতিতে এ মন্তব্য করেন মল্লিকার্জুন খাড়গে।
তিনি আরও বলেন, সরকার স্বীকার করেছে যে এটি একটি গোয়েন্দা ব্যর্থতা। তারা বলেছে যে বিষয়টি তারা মেটাবে। কিন্তু প্রশ্ন হলো, আগে থেকে জানলেও উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা কেন নেওয়া হলো না? তিনি প্রশ্ন করেন, যেখানে প্রধানমন্ত্রী নিজেই জানতেন হামলা হবে সেখানে সেই হামলা কেনো ঠেকানো হল না?
খাড়গে বলেন, আমি শুনেছি এবং সংবাদপত্রেও পড়েছি যে ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কাশ্মীর সফর বাতিল হয়। আমি জানতে পেরেছি, তার তিন দিন আগে তাকে গোয়েন্দা রিপোর্টে সতর্ক করা হয়েছিল। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কেন ব্যবস্থা নেওয়া হলো না?