কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ গোলাগুলিতে ভারতীয় এক সৈন্য নিহত হয়েছেন। নিহত ওই সেনার নাম দীনেশ কুমার শর্মা।
বৃহস্পতিবার (৮ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতের প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুনীল বারতওয়াল জানান, পাকিস্তানি সেনারা হালকা অস্ত্র ও আর্টিলারি গান ব্যবহার করে নিয়ন্ত্রণরেখা জুড়ে গুলিবর্ষণ করেছে। এর জবাবে ভারতীয় সেনারাও উপযুক্ত প্রতিক্রিয়া দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, জম্মুর পুঞ্চ সেক্টরে নিহত হয়েছেন হরিয়ানার দীনেশ কুমার শর্মা। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সাইনি সামাজিক মাধ্যমে তার নিহত হওয়ার খবর জানিয়ে বলেন, দেশের প্রতিটি নাগরিক আপনার এই আত্মত্যাগের জন্য গর্বিত। দেশ কখনও আপনার এই অবদান ভুলবে না। আমি তাকে স্যালুট জানাই।