সাম্প্রতিক আকাশযুদ্ধে পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় যুদ্ধবিমানের বিরুদ্ধে অতুলনীয় বীরত্ব, অসাধারণ কৌশল এবং অদম্য সাহসের সঙ্গে সর্বকালের দীর্ঘতম ডগ ফাইট পরিচালনা করেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের মোট ১২৫টি যুদ্ধবিমান অংশগ্রহণ করে, যেখানে পাকিস্তান বিমান বাহিনী তাদের অত্যন্ত দক্ষ পাইলটদের নেতৃত্বে ভারতের অত্যাধুনিক রাফাল-সহ মোট পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম হয়।
বৃহস্পতিবার (৮ মে) এমনটিই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।
পাকিস্তানের এক শীর্ষ নিরাপত্তা কর্মীর উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে, সাম্প্রতিক ইতিহাসের দীর্ঘতম এই ডগ ফাইটে অন্তত ১২৫টি যুদ্ধবিমান অংশ নেয়। তবে কোন পক্ষই নিজের আকাশ সীমা ছেড়ে অন্যের আকাশ সীমায় প্রবেশ করেনি। এমনকি অনেক সময় ১৬০ কিলোমিটার দূরত্ব থেকে মিসাইল ছুঁড়ছিল যুদ্ধবিমানগুলো।
তিনি আরো বলেন, এইবারের সংঘর্ষে কোন পক্ষই একে অপরের আকাশ সীমায় প্রবেশ করতে চায়নি। কারণ ২০১৯ সালে এমন একটি ঘটনায় ভারতীয় এক পাইলটকে টেলিভিশনের সম্প্রচারের মাধ্যমে ভারতের কাছে হস্তান্তর করা হয়। যা ছিল দিল্লির কাছে অত্যন্ত অপমানজনক। তাই এবার এরকম পরিস্থিতি এড়াতে চাইছিল উভয়েই।
তিনি আরো বলেন, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বারবার ব্যর্থ হচ্ছিল ভারতীয় বিমানগুলো। এজন্য পুনরায় আঘাত হানার জন্য তারা বারবার পিছু হটছিলো। তবে পাকিস্তানি সেনাবাহিনী এই হামলার বিষয়ে আগেই আঁচ করতে পেরেছিল। তাই তারা সম্ভাব্য হামলার স্থানে বসবাসরত জনগণকে সতর্ক করে দিয়েছিল। এতে কিছুটা বেসামরিক নাগরিকের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে।
সূত্র: সিএনএন