শুক্রবার, মে ৯, ২০২৫

আফগানিস্তানের সাথে কূটনৈতিক অবহেলা পাকিস্তানের জন্য শুধু ক্ষতিই ডেকে এনেছে: সাদিক

spot_imgspot_img

অতীতে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করার চরম মূল্য দিতে হয়েছে পাকিস্তানকে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি মুহাম্মাদ সাদিক খান। সেই সঙ্গে খুব দ্রুত আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (২৩ জানুয়ারি) উজবেকিস্তানে অনুষ্ঠিত একটি আঞ্চলিক বৈঠকে এই মন্তব্য করেন সাদিক।

তিনি বলেন, আফগানিস্তান পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু। যখনই আমরা এই সম্পর্ক উপেক্ষা করেছি, তখনই তার মূল্য দিতে হয়েছে।

এদিকে, অনুষ্ঠানে উপস্থিত উজবেকিস্তানের প্রতিনিধি ভাখাবভ বলেন, আমরা আফগানিস্তানকে একটি কৌশলগত সুযোগ হিসেবে দেখি।আমাদের পররাষ্ট্রনীতির মূল চালিকাশক্তি হলো সংযুক্তির মাধ্যমে স্থিতিশীলতা। এতে করে দক্ষিণ এবং মধ্য এশিয়া উভয়ই উপকৃত হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, কাবুল ও ইসলামাবাদের মধ্যকার সম্পর্ক নির্ধারণ করে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের উচিত, বিষয়টি পুনর্বিবেচনা করা।

অন্যদিকে, পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দ্বারের সঙ্গে ফোনালাপ করেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি। এই ফোনালাপে, দ্বিপাক্ষিক বাণিজ্য, পরিবহন সমস্যা ও উচ্চ পর্যায়ের সফর নিয়ে আলোচনা হয়েছে।

সূত্র: তোলো নিউজ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img