ভারতের ১৫টি শহরে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ মে (বুধবার) রাত থেকে ৮ মে (বৃহস্পতিবার) ভোর পর্যন্ত মে রাতভর পাকিস্তান ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের ১৫টি শহরে সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে আকাশপথে হামলা চালায়। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই খবর দেওয়া হয়েছে।
ভারত জানায়, তাদের সমন্বিত এয়ার ডিফেন্স সিস্টেম ও কাউন্টার-ইউএএস গ্রিড এসব হামলা প্রতিহত করেছে। একাধিক স্থানে পাওয়া গেছে পাকিস্তানি ড্রোন ও মিসাইলের ধ্বংসাবশেষ, যা হামলার স্পষ্ট প্রমাণ বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
হামলার লক্ষ্যবস্তু ছিল শহরগুলো হচ্ছে, আওয়ানতিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কপুরথলা, জালন্ধর, লুধিয়ানা, আদামপুর, ভাতিন্ডা, চণ্ডীগড়, নাল, ফলোদি, উত্তরালাই ও ভূজ।
এএনআই’র বরাতে জানানো হয়, ভারতীয় বিমান বাহিনীর এস-৪০০ ‘সুদর্শন চক্র’ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম পাকিস্তানের হামলা ঠেকানো হয়।
তবে পরবর্তীতে পাকিস্তানের হামলার চেষ্টার জবাবে ভারত লাহোরসহ কয়েকটি এলাকায় পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া