ভারতে নাটক, সিনেমা, সিরিজের জন্য অপারেশন সিঁদুর নামের স্বত্বাধিকার নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছে প্রযোজনা গোষ্ঠীগুলো।
বৃহস্পতিবার (৮ মে) আনন্দবাজার পত্রিকার খবরে একথা জানানো হয়।
খবরের তথ্যমতে, পেহেলগাঁও ঘটনায় ভারত পাকিস্তানে যে সামরিক অভিযান শুরু করে তার নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। ৬ তারিখ গভীর রাতে এই অপারেশন শুরু হয়। দেশটির ৯টি স্থানে সফল হামলার বিভিন্ন ভিডিও ফুটেজও ইতিমধ্যে প্রকাশ পেয়েছে।
সফল হামলার ২৪ ঘন্টার মধ্যে অভিযানের নামের স্বত্বাধিকার পেতে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপও করে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।
দেশটির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, অপারেশন সিঁদুর নামের স্বত্বাধিকার পেতে এখন পর্যন্ত ৪টি আবেদন জমা পড়েছে। বুধবার (৭ মে) সকালে সবার আগে এর স্বত্বাধিকার পেতে আবেদন করে চলচিত্র শিল্পের অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান মুকেশ আম্বানির রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড।
উল্লেখ্য,গত ২২ এপ্রিল ভারত দখলকৃত জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে রহস্যজনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে ২৬ পর্যটকের প্রাণহানি ঘটে। যাদের অনেকেই ছিলেন আবার সামরিক ও গোয়েন্দা বাহিনীর কর্মকর্তা ও সদস্য। হিন্দুত্ববাদী মোদি সরকার এর জন্য পাকিস্তানকে দায়ী করে। পাকিস্তানকে শাসাতে তাদের নাগরিকদের বের করে দেওয়া সহ সম্পর্কচ্ছেদের বিভিন্ন কঠোর পদক্ষেপ নেয়। তবে পাকিস্তান এই হামলার দায় অস্বীকার করে।
ভারতের জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামরিক কর্মকর্তাদের অনেকেই একে মোদি সরকারের সাজানো নাটক বলে আখ্যা দেয়। এর স্বপক্ষে যুক্তিও তুলে ধরেন তারা।
অপরদিকে পেহেলগাঁও ঘটনাকে কেন্দ্র উত্তেজনা ও যুদ্ধে জড়িয়ে পড়া এড়াতে পাকিস্তান আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ তদন্তের আহবান জানায়। কিন্তু ভারত সেদিকে ভ্রুক্ষেপ না করে ঘটনার ১৫ দিনের মাথায় গত মঙ্গলবার রাতে দেশটির ইবাদাতগাহ মসজিদ ও দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে বসে। এসব স্থানকে সন্ত্রাসী স্থাপনা বলে বিবৃতি দেয়। এতে বহু সংখ্যক বেসামরিক নিরীহ পাকিস্তানি শহীদ হয়।
এছাড়া পাকিস্তানের তথ্য অনুযায়ী, রাতারাতি ৫টি যুদ্ধবিমান ও ৬টি ড্রোনও হারাতে হয়েছে ভারতকে। যার মধ্যে ফ্রান্সের তৈরি পৃথিবীর অন্যতম সেরা ৩টি যুদ্ধবিমান রাফায়েলও রয়েছে।
এই ঘটনায় রাফায়েলের ব্যবসা নিয়ে বিপাকে পড়ে ফ্রান্স। রাতারাতি এর শেয়ার দরে প্রায় ৬ শতাংশ অবনতি ঘটে। দুর্নাম এড়াতে দেশটি রাফায়েল ভূপাতিতের বিষয়টি নিয়ে তদন্ত শুরুর ঘোষণা দেয়। জানায়, রাতারাতি ফ্রান্সের তৈরি একাধিক অত্যাধুনিক রাফায়েল ভূপাতিত হওয়ার এটিই প্রথম কোনো ঘটনা। এখন পর্যন্ত একটি রাফায়েল ভূপাতিত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গিয়েছে। তবে নিউইয়র্ক টাইমস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ৩ভারতীয় কর্মকর্তার বরাতে ২টি ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।