ভারত পরিচালিত ‘অপারেশন সিন্দুর’-এর জবাবে পাকিস্তান শুরু করেছে ‘অপারেশন বুনয়ানুম মারসুস’। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানো হয়েছে। এর আগে ভারত পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে পাকিস্তান দাবি করে।
শুক্রবার দিবাগত রাতে এই উত্তপ্ত পরিস্থিতি চরমে পৌঁছায়। ভারত ও পাকিস্তান দুই পক্ষই দাবি করেছে যে, ওই রাতেই একে অপরের ওপর হামলা চালানো হয়েছে।
শ্রীনগর থেকে বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন, শনিবার ভোর পৌনে ছয়টার দিকে শহরে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর থেকেই শ্রীনগরজুড়ে ব্ল্যাকআউট চলছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত উত্তরের বারামুল্লা থেকে শুরু করে পশ্চিমাঞ্চলের গুজরাটের ভূজ পর্যন্ত ২৬টি স্থানে ড্রোন শনাক্ত করা হয়েছে।