পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারতের সাম্প্রতিক আগ্রাসনের জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী আজ শক্তিশালী ও সমন্বিতভাবে প্রতিক্রিয়া জানিয়েছে।
আজ (১০ মে) এক বিবৃতিতে তিনি জানান, পাকিস্তানের হামলা ছিল সুনির্দিষ্টভাবে ভারতীয় সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে, যেখান থেকে পাকিস্তানে হামলা চালানো হয়েছিল।
প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, “আজ আমরা ভারতের বিরুদ্ধে যথাযথ জবাব দিয়েছি এবং নিরীহ মানুষের রক্তের প্রতিশোধ নিয়েছি।”
তিনি পাকিস্তানের মিসাইল ও ড্রোন হামলার বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করেছেন।
সূত্র : আল জাজিরা