পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ অভিযান ‘অপারেশন সিঁদুর’ চলাকালে সশস্ত্র বাহিনীর একজন সক্রিয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ভারতীয় সেনাবাহিনীর মুসলিম নারী মুখপাত্র সোফিয়া কুরাইশি। এবার এই মুসলিম নারী মুখপাত্রকেই কটাক্ষ করে ‘সন্ত্রাসীদের বোন’ আখ্যা দিলেন উগ্র হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যপ্রদেশের নেতা কুনওয়ার বিজয় শাহ।
সোমবার (১২ মে) ইন্দোর জেলার মহো-তে অনুষ্ঠিত এক সভায় উপজাতি বিষয়ক মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ এই আপত্তিকর মন্তব্য করেন।
উগ্র হিন্দুত্ববাদী এই নেতা বলেন, “তারা (সন্ত্রাসীরা) আমাদের হিন্দুদের কাপড় খুলে হত্যা করেছে। এখন, মোদিজি তো সেটা করতে পারতেন না, তাই তিনি তাদের সমাজের একজন বোনকে পাঠিয়েছেন, যেন যারা আমাদের বোনদের বিধবা করেছে, তাদের একজন বোন এসে তোমাদের কাপড় খুলে দেয়। মোদিজি ঘোষণা করেছিলেন যে ভারত সন্ত্রাসীদের ঘরে গিয়ে আঘাত করবে এবং কবর দেবে, এবং তিনি সেটাই করেছেন।”
মধ্যপ্রদেশের মন্ত্রীর এই বিতর্কিত বক্তব্য শেয়ার করে অল ইন্ডিয়া কংগ্রেস ‘এক্স’-এ (পূর্বতন টুইটার) পোস্ট করেছে, “আমাদের সেনাবাহিনীর বীর কন্যারা সন্ত্রাসীদের বোন – এই জঘন্য মন্তব্য করেছেন এমপি মন্ত্রী বিজয় শাহ। ভারতের গর্বের প্রতীক এই কন্যাদের নিয়ে এই লজ্জাজনক মন্তব্য করা হয়েছে। তাদের সন্ত্রাসীদের বোন বলা হয়েছে, যা আমাদের শক্তিশালী সেনাবাহিনীর প্রতি একটি অপমান।”
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস