সাম্প্রতিক আকাশ যুদ্ধে পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে পরাজয়ের পর বড় ধরনের দুঃসংবাদ পেল নয়া দিল্লি। এবার ভারত থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া অরুণাচল প্রদেশের ২৭টি স্থানের নাম পরিবর্তন করেছে শক্তিশালী রাষ্ট্র চীন । এর মধ্যে রয়েছে ১৫টি পাহাড়, ৫টি বসতি, ৪টি পার্বত্য পথ, ২টি নদী ও ১টি হ্রদ।
জাপানভিত্তিক নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে রবিবার (১১ মে) এ তথ্য প্রকাশিত হয়।
ভারত এই পদক্ষেপকে ‘হাস্যকর ও অবাস্তব’ আখ্যা দিয়ে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও স্থায়ী অংশ।
বুধবার (১৪ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “চীনের এ ধরনের নামকরণ বাস্তবতা বদলাতে পারে না। অরুণাচল প্রদেশ ভারতের অংশ ছিল, আছে ও থাকবে।”
উল্লেখ্য, চীন অরুণাচলকে ‘জাংনান’ বা ‘দক্ষিণ তিব্বত’ বলে দাবি করে। এর আগে ২০১৭, ২০২১, ২০২৩ ও ২০২৪ সালেও তারা এভাবে নাম পরিবর্তন করেছে।
বিশ্লেষকদের মতে, ২০২৫ সালের এই পদক্ষেপ আন্তর্জাতিক চাপ সৃষ্টির কৌশল।
সূত্র: হিন্দুস্তান টাইমস