শুক্রবার, মে ১৬, ২০২৫

পাকিস্তানের পর চীনের কাছ থেকে বড় ধাক্কা খেল ভারত

spot_imgspot_img

সাম্প্রতিক আকাশ যুদ্ধে পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে পরাজয়ের পর বড় ধরনের দুঃসংবাদ পেল নয়া দিল্লি। এবার ভারত থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া অরুণাচল প্রদেশের ২৭টি স্থানের নাম পরিবর্তন করেছে শক্তিশালী রাষ্ট্র চীন । এর মধ্যে রয়েছে ১৫টি পাহাড়, ৫টি বসতি, ৪টি পার্বত্য পথ, ২টি নদী ও ১টি হ্রদ।

জাপানভিত্তিক নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে রবিবার (১১ মে) এ তথ্য প্রকাশিত হয়।

ভারত এই পদক্ষেপকে ‘হাস্যকর ও অবাস্তব’ আখ্যা দিয়ে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও স্থায়ী অংশ।

বুধবার (১৪ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “চীনের এ ধরনের নামকরণ বাস্তবতা বদলাতে পারে না। অরুণাচল প্রদেশ ভারতের অংশ ছিল, আছে ও থাকবে।”

উল্লেখ্য, চীন অরুণাচলকে ‘জাংনান’ বা ‘দক্ষিণ তিব্বত’ বলে দাবি করে। এর আগে ২০১৭, ২০২১, ২০২৩ ও ২০২৪ সালেও তারা এভাবে নাম পরিবর্তন করেছে।

বিশ্লেষকদের মতে, ২০২৫ সালের এই পদক্ষেপ আন্তর্জাতিক চাপ সৃষ্টির কৌশল।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সর্বশেষ

spot_img
spot_img
spot_img