শুক্রবার, মে ১৬, ২০২৫

পাকিস্তান সীমান্তে সাহায্য দেওয়া বন্ধ না করলে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে : ভারত

spot_imgspot_img

পাকিস্তানের সঙ্গে স্থগিত করা সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

পাকিস্তান সীমান্তে স্বাধীনতাকামীদের সন্ত্রাসবাদের আখ্যা দিয়ে তিনি বলেন, যতদিন তারা মদদ দেওয়া বন্ধ না করবে ততদিন এ অবস্থার পরিবর্তন হবে না।

বৃহস্পতিবার (১৫ মে) একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভারত-পাকিস্তানের বিষয়টি উঠে আসলে তিনি এ তথ্য জানান।

জয়শঙ্কর বলেন, পাকিস্তানের সঙ্গে যে কোনো বিষয় ‘কঠোরভাবে দ্বিপক্ষীয় ভিত্তিতে’ সমাধান করতে হবে, তৃতীয় কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না। এ নিয়ে দীর্ঘদিনের যে ঐক্যমত বা নীতি আছে সেটি অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলেছিল, কাশ্মিরের পেহেলগামের হামলার সঙ্গে জড়িততের শাস্তির আওতায় আনতে হবে। আমরা ৭ মে অপারেশন সিঁদুরের মাধ্যমে ওই হামলাকারীদের শাস্তি দিয়েছি।

সূত্র: ওড়িশা টিভি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img