বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরামের সহকারী সেক্রেটারি উম্মে খালেদা জাহান বলেছেন, নারী সংস্কার কমিশনের সুপারিশকৃত নীতিমালায় কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না। বরং পারিবারিক মূল্যবোধ নষ্ট করবে। ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিয়েছে, অথচ নারী সংস্কার কমিশন বলছে সমান অধিকার দিতে হবে। ইসলামে পরিবারের যাবতীয় ভরণপোষণের দায়িত্ব পুরুষের। তাহলে সমান অধিকার হলে এই ভরণপোষণের অর্ধেক দায়িত্ব নারীকেও পালন করতে হবে। ইসলাম নারীর দেনমোহর পুরুষকে দেওয়ার বিধান করে নারীকে সম্মানিত করেছে। সমান অধিকার হলে নারীও পুরুষকে দেনমোহর দিতে হবে। সুতরাং নারী সংস্কার কমিশনের সুপারিশ সম্পূর্ণ বাতিল যোগ্য।
বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘নারী কমিশনের সুপারিশমালা ও নারী সমাজের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
উম্মে খালেদা জাহান বলেন, ইসলাম নারীকে স্বাধীনতা দেয়নি যারা বলে তারা কী ইসলাম জানে? কিংবা ইসলাম নিয়ে পড়াশোনা করছে? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ইসলাম নিয়ে পড়াশোনা করে তারপর সংস্কারকাজ করুন।
এ সময় নারী সংস্কার কমিশন বাতিল করে নতুনভাবে সব সেক্টরের প্রতিনিধিদের সমন্বয়ে নারী সংস্কার কমিশন গঠন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরামের সদস্য সাইয়্যেদা রাহাত তাসনিয়া, নাসিমা বেগম ঝুনু, তাসলিমা মুনীরা, এশিয়ান টিভির অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর জাবালুন নূর, লেখক ও শিক্ষাবিদ ড. সাজেদা হুমায়রা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবিকুন্নাহার তামান্না প্রমুখ।