ভারতের পাঞ্জাব প্রদেশে এক ছাত্রীকে উক্ত্যক্ত করতে বাধা দেওয়ায় একজন মুসলিম ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। এই মুসলিম ছাত্রের নাম মুহাম্মাদ ওয়াদা। তিনি সুদানের নাগরিক। ভারতে পড়াশুনা করতে এসেছিলেন। এই ঘটনায় অভিযুক্ত ৮ জনের মধ্যে বিকাশ বাওয়া ও অভয় রাজ নামে ২ জন গ্রেফতার হয়েছে। ঘটনার সময় সকলেই মাতাল ছিলো।
শুক্রবার (১৬ মে) ভারতের পাঞ্জাব প্রদেশের ফাগওয়ারা জেলার লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির (এলপিইউ) ক্যাম্পাসে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী ও অভিযুক্তরা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
ফাগওয়ারা জেলার সিনিয়র পুলিশ সুপার গৌরব তোরা জানান, শুক্রবার ফজরের নামাজ আদায়ের জন্য ক্যাম্পাসের মসজিদে যাচ্ছিল মুহাম্মাদ ওয়াদা ও তার খালাতো ভাই মুহাম্মাদ নুরসহ আরো ৩ জন সুদানের নারী শিক্ষার্থী। এসময় মাতাল অবস্থায় ওই নারী ছাত্রীদের মোবাইল নাম্বার চায় বিকাশ বাওয়া ও অভয় রাজসহ মোট ৮ জন। এক পর্যায়ে ওই নারী ছাত্রীদের সাথে অশালীন আচারণ শুরু করে উগ্র হিন্দুত্ববাদীরা।
তোরা আরো জানান, উগ্র হিন্দুত্ববাদীদের এমন আচারণের বিরোধিতা করে বসে মুহাম্মাদ ওয়াদা। এতে ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা ও তার খালাতো ভাই নুরকে মারাত্মক জখম করে উগ্র হিন্দুত্ববাদীরা।
পুলিশ বিএনএস ধারা ১০৯ (সাধারণ উদ্দেশ্য), ১০৩(১) (হত্যা), ১৯০ (স্বেচ্ছাকৃতভাবে আঘাত করা) এবং ১৯১(৩) (হত্যার চেষ্টা) এর অধীনে মামলা দায়ের করেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া