সোমবার, মে ১৯, ২০২৫

সারা বিশ্ব ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করছে : অমিত শাহ

spot_imgspot_img

সারা বিশ্ব ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করছে বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃঢ় সিদ্ধান্ত ও সাহসিকতায় সারা বিশ্ব এখন ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতার প্রশংসা করছে।

শনিবার (১৭ মে) ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের গান্ধীনগরের কোলাভাডা গ্রামে এক জনসভায় তিনি এ দাবি করেন।

অমিত শাহ বলেন, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনী কেবল তাদের ঘাঁটিই গুঁড়িয়ে দেয়নি, বরং ১৫টি সামরিক স্থাপনাও ধ্বংস করেছে, যার ফলে পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা জবাব দেওয়ার ক্ষমতাও কমে গেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি দেশের নারীদের সম্মান জানিয়ে এই অভিযানের নাম দিয়েছেন অপারেশন সিদুঁর। এই অপারেশন মূলত পহেলগাঁওয়ে হামলার জবাব। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নিরীহ ২৬ জন ভারতীয় নাগরিককে নির্মমভাবে হত্যা করে বন্দুকধারীরা।

তিনি আরও বলেন, আজ ভারতের বার্তা স্পষ্ট- আমাদের নাগরিকদের লক্ষ্যবস্তু করলে আমরা দ্বিগুণ শক্তিতে জবাব দেবো।

অমিত শাহ বলেন, পাকিস্তানের পাল্টা হামলার সময় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই কার্যকর ছিল যে, কোনও ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভারতীয় ভূখণ্ডে আঘাত করতে পারেনি।

তিনি বলেন, মোদি সরকার আসার আগে পাকিস্তান থেকে বারবার সন্ত্রাসীরা এসে হামলা চালাত, মানুষ হত্যা করত, অথচ ভারতের পক্ষ থেকে কোনও জবাব দেওয়া হতো না। কিন্তু এখন দৃশ্যপট বদলেছে।

তিনি আরও বলেন, মোদির শাসনকালে উরি, পুলওয়ামা এবং সর্বশেষ পহেলগাঁওয়ের মতো বড় সন্ত্রাসী হামলার জবাবে ভারত কড়া সামরিক প্রতিক্রিয়া দেখিয়েছে, যা বিশ্বজুড়ে আলোচিত হয়েছে এবং পাকিস্তানের কাছে তা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img