গত বুধবার সকালে দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের একটি স্কুল বাসে আত্মঘাতী বোমা হামলার পেছনে ভারতের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে পাকিস্তান। এই হামলায় অন্তত তিনজন শিশু নিহত হয়েছেন।
বুধবার (২১ মে) পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া সেল এক বিবৃতিতে হামলার পেছনে ভারতের সংশ্লিষ্টতা তুলে ধরেছে।
বিবৃতিতে বলা হয়েছে, “এই হামলা প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী ভারতের দ্বারা সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।”
বিবৃতিতে আরো বলা হয়, “বেনুচিস্তানের সন্ত্রাসীদের প্রক্সি হিসেবে ব্যবহার করছে ভারত। এসব সন্ত্রাসীরা ভারতের রাষ্ট্রীয় হাতিয়ারে পরিণত হয়েছে। প্রতিনিয়ত তারা পাকিস্তানের নিরীহ শিশু ও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে।”
প্রসঙ্গত, গত বুধবার স্কুল বাসটি খুজদার শহরের আর্মি পাবলিক স্কুলে যাচ্ছিল। স্থানীয় কর্মকর্তাদের মতে, প্রাইভেট কারে থাকা হামলাকারী বাসটিতে গিয়ে ধাক্কা দেয় ও বিস্ফোরণ ঘটায়।
পাকিস্তানের কর্মকর্তারা বলেছেন, এই হামলায় মোট পাঁচজন নিহত হয়েছেন। যার মধ্যে তিনজন শিশু বাসের চালক ও একজন নিরাপত্তা রক্ষী রয়েছেন। এছাড়াও আহত হয়েছেন কয়েক ডজন শিশু।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটি একটি আত্মঘাতী বোমা হামলা বলে ইঙ্গিত পাওয়া গেছে।
উল্লেখ্য, এই হামলায় এখনো কোন গোষ্ঠী স্বীকার করেনি। তবে ভারত এই হামলা থেকে দায় মুক্তি পেতে একটি বিবৃতি দিয়েছে।
সূত্র: দি গার্ডিয়ান