শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

এবার হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন যারা

আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। আরাফাতের ময়দানে সেদিন হাজীরা একত্রিত হবেন। সেদিন মসজিদে নামিরা থেকে পবিত্র খুতবা প্রদান করবেন মসজিদুল হারামের খতিব ও ইমাম, শায়খ ড. সালেহ বিন হুমাইদ। এই খুতবা এবার ২০টি ভাষায় অনুবাদ করে সম্প্রচার করা হবে, যার মধ্যে রয়েছে বাংলা ভাষাও।

বাংলায় অনুবাদের দায়িত্বে থাকবেন মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত চারজন বাংলাদেশি আলেম। তারা হলেন- ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান এবং নাজমুস সাকিব।

খুতবা অনুবাদ ও সম্প্রচারের পুরো কার্যক্রম পরিচালনা করছে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক সাধারণ কর্তৃপক্ষ। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো – সারা বিশ্বের মানুষের কাছে ইসলামের শান্তির বাণী পৌঁছে দেওয়া।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ