শুক্রবার | ২৪ অক্টোবর | ২০২৫

জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ

জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির একটি বেঞ্চ এ রায় দেন। এ সময় আপিল বিভাগ হাইকোর্টের আগের রায় বাতিল করে দেন, যার মাধ্যমে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়েছিল।

জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মুহাম্মাদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন এবং ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img