শুক্রবার | ২৪ অক্টোবর | ২০২৫

হত্যা মামলায় আরও ৫ দিনের রিমান্ডে মেনন

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর শাহবাগ থানার এক হত্যা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪–দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২ জুন) মামলার তদন্ত কর্মকর্তা মেননকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন।

আসামিপক্ষ রিমান্ডের আবেদন নাকচ করে জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।

গত ২২ আগস্ট রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪–দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে রাশেদ খান মেনন প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ছয়বার সংসদ সদস্য ছিলেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img