শুক্রবার | ২৪ অক্টোবর | ২০২৫

‘আমরা জবাব দিবো’, গ্রেপ্তার হওয়া আ’লীগ নেতার ছেলের হুমকি

আজ মঙ্গলবার (১০ জুন) ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশনে গ্রেপ্তার হন নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সাধারণ সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজম। এ নিয়ে হুমকি দিয়েছেন তার ছেলে হাইজু মুনতাকা আজম।

তিনি চিকিৎসার জন্য ভারত যাচ্ছিলেন দাবি করে এক ভিডিও বার্তায় ছেলে মুনতাকা আজম বলেন, আমার বাবা শারীরিকভাবে অসুস্থ। দীর্ঘদিন ধরে অসুস্থতার জন্য ভারতে চিকিৎসা নেন। কিন্তু গত বছরের ৫ আগস্টের পর থেকে তার চিকিৎসা হচ্ছে না, সে শরীরিকভাবে খুবই অসুস্থতার জন্য ভারতে রওনা দেয়ার জন্য প্রস্তুতি নেন। সকাল সাড়ে ১০টার দিকে যশোরের বেনাপোল ইমিগ্রেশনে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, যদি সে পালাতে চাইতো, অনেক জায়গা ছিলো পালানোর, সে কখনো পালাইনি।

এসময়, তার বাবার চিকিৎসা না হলে জবাবের হুশিয়ারিও দেন মুনতাকা আজম।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img