শুক্রবার | ২৩ জানুয়ারি | ২০২৬
spot_img

ইসরাইলের হামলায় দুই পরমাণু বিজ্ঞানী ও ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান নিহত

ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় রাতের আঁধারে চালানো ইসরাইলি হামলায় দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন। এ হামলায় আরও দুই পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৩ জুন) দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসনিম এবং তেহরান টাইমস এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানা গেছে, হামলার সময় মেজর জেনারেল হোসেইন সালামি আইআরজিসির হেডকোয়ার্টার্সে অবস্থান করছিলেন। একই হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরির মৃত্যুর গুঞ্জন উঠলেও তা উড়িয়ে দিয়েছে ইরানি বার্তা সংস্থা ইরনা।

এদিকে, হামলায় তেহরানের অন্তত ৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান হামলার পর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে ইরানের আকাশসীমা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ