ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন, “ইরান ইসরাইলি ভূখণ্ডের দিকে প্রায় ১০০টি ইউএভি (ড্রোন) ছুড়েছে। আমরা সেগুলো প্রতিহত করার চেষ্টা করছি।”
এর আগে ইরানের পাল্টা ব্যালিস্টিক হামলার আশঙ্কায় ইসরাইলজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ইসরাইলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং সরকার দেশটির নাগরিকদের বোমা আশ্রয়কেন্দ্রের কাছে অবস্থান করতে পরামর্শ দিয়েছে।
অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ইরানের ওপর পরিচালিত হামলাগুলোতে ২০০টি যুদ্ধবিমান অংশ নিয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র বলেন, “আগামী কয়েক ঘণ্টা আমাদের জন্য কঠিন হতে যাচ্ছে।”
সূত্র : বিবিসি, আল জাজিরা ও ডেইলি জঙ্গ









