শুক্রবার | ২৩ জানুয়ারি | ২০২৬
spot_img

বিস্ফোরণ ঘটানোর চেষ্টায় থাকা দুই মোসাদ এজেন্টকে আটক করেছে ইরান

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে বিস্ফোরণ ঘটানোর চেষ্টায় থাকা দুই মোসাদ এজেন্টকে আটক করেছে ইরান।

রবিবার (১৫ জুন) ইরানী সংবাদমাধ্যম আইএসএনএর খবরে এ কথা জানানো হয়।

খবরে বলা হয়, উত্তর ইরানের আলবুর্জ প্রদেশের সাভজিবালাগ শহর থেকে জায়োনিস্ট ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাওয়া ২ ব্যক্তিকে আটক করেছে প্রাদেশিক পুলিশ।

আলবুর্জ পুলিশ জানায়, সাভজিবালাগ শহর থেকে ২ মোসাদ এজেন্টকে গ্রেফতার করেছে তাদের গোয়েন্দা ইউনিট। গ্রেফতারকৃতরা মোসাদের হয়ে বিস্ফোরণ ঘটানোর জন্য বিভিন্ন ধরণের বোমা ও বিস্ফোরক তৈরি করে যাচ্ছিলো। আটকের স্থান থেকে বুবি ট্র‍্যাপ সহ বিস্ফোরণ ঘটানোর বিভিন্ন যন্ত্রপাতি ও ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানায় পুলিশ কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যমের তথ্যমতে, শুক্রবার (১৩ জুন) ইরানে ভয়াবহ হামলা চালায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে দেশটির সামরিক-বেসামরিক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি ৬ পরমাণু বিজ্ঞানী সহ ১০ এর অধিক শীর্ষ সামরিক ব্যক্তিত্ব নিহত হোন।

এর জেরে দেশটি তাদের রীতি মোতাবেক যুদ্ধের লাল পতাকা উত্তোলন করে। পরমাণু হামলার হুমকি দেয়। আমেরিকার সাথে পরমাণু শক্তি বৃদ্ধি ও প্রকল্প কেন্দ্রিক আলোচনা বাতিল করে। সেদিন রাতেই ইসরাইলের বিভিন্ন স্থান ও স্থাপনা লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ