বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

অবশেষে ইন্টারনেটের ওপর বিধিনিষেধ আরোপ করছে ইরান

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে দেশের নাগরিকদের জান-মাল রক্ষায় ইরান সরকার সাময়িকভাবে ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে।

বুধবার (১৮ জুন) এক ঘোষণায় ইরানের যোগাযোগ মন্ত্রণালয় জানায়, “শত্রুরা যাতে নাগরিকদের জীবন ও সম্পত্তিকে হুমকির মুখে ফেলতে না পারে, সেজন্য আমরা সাময়িকভাবে ইন্টারনেট সীমিত করার সিদ্ধান্ত নিয়েছি।”

সরকারি এই ঘোষণার আগে লন্ডনভিত্তিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা ‘নেটব্লকস’ এক রিপোর্টে জানিয়েছিল, “ইরানে প্রায় সম্পূর্ণ জাতীয় পর্যায়ের ইন্টারনেট বিচ্ছিন্নতা লক্ষ্য করা যাচ্ছে।”

নেটব্লকস-এর পর্যবেক্ষণ অনুযায়ী, দেশব্যাপী ইন্টারনেটের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, যার ফলে সাধারণ নাগরিকদের অনলাইন কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img