কাতারে আল উদেইদ আমেরিকান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে কাতারের পাশে থাকার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
সোমবার (২৩ জুন) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় কাতারে অবস্থিত আল উদেইদ আমেরিকান বিমানঘাঁটিতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, “এই হামলা আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রক্ষার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।”
সৌদি আরব আরও বলেছে, “এটি একটি আপত্তিকর ও অযৌক্তিক কাজ, যা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।”
বিবৃতিতে সৌদি আরব ‘ভ্রাতৃপ্রতিম কাতার রাষ্ট্রের’ পাশে থাকার অটল অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
সূত্র: আল জাজিরা










