বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

খামেনিকে হত্যা করতে মরিয়া হয়ে খুঁজেছিলো ইসরাইল

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার জন্য মরিয়া হয়ে খুঁজেছিলো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ।

ইসরাইল কাৎজ বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে অনেক খুঁজেছে। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। ইসরাইলের সেনাবাহিনী আক্রমণ চালানোর জন্য মোক্ষম সুযোগ খুঁজে পায়নি।

এরআগেও ইসরাইল কাৎজ বলেছিলেন, ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধে যদি সম্ভব হতো, তাহলে ইসরাইলের সেনাবাহিনী ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করতো।

তিনি বলেন, আমেরিকা ও ইসরাইলি বাহিনীর হামলায় আক্রান্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুনরুদ্ধার করার মতো অবস্থায় নেই। তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে যে, বর্তমানে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল খামেনিকে হত্যা করার চেষ্টা করতে পারে।

সূত্র: আল-জাজিরা

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img