বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

আবার আগ্রাসন হলে আরও ধ্বংসাত্মক প্রতিশোধ নেবে ইরান: নায়েনি

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও আমেরিকাকে সতর্ক করে ইরানের ইসলামিক রেভুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মাদ নায়েনি হুঁশিয়ারি করেছেন, নতুন করে কোনো আগ্রাসন চালালে আরও ধ্বংসাত্মক প্রতিশোধ নেবে ইরান। যা ইসরাইলের পতনকে ত্বরান্বিত করবে।

তিনি বলেন, ইহুদিবাদী সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভ্রান্তিকর প্রেসিডেন্টের প্রতি আমাদের শেষ বার্তা- ইরানের জাতীয় স্বার্থ এবং সম্পদ আবারও লঙ্ঘিত হলে এবার আমাদের প্রতিক্রিয়া হবে ভিন্ন, আরও নিষ্পেষণমূলক এবং আরও ধ্বংসাত্মক, যা (ইহুদিবাদী) সরকারের পতনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

শনিবার (২৮ জুন) ইসরাইলের হামলায় নিহত ইরানি সামরিক কর্মকর্তাদের জানাজায় অংশ নিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

মোহাম্মাদ নায়েনি বলেন, যুদ্ধে ইহুদিবাদী সরকার এবং আমেরিকা তাদের ঘোষিত উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ইরানি জাতির শক্তির আসল উপাদান সম্পর্কে ট্রাম্পের কোনো জ্ঞান নেই। তিনি আরও বলেন, শত্রু বুঝতে পেরেছিল যে, ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখা ইহুদিবাদী সরকারের অস্তিত্বের জন্য একটি গুরুতর হুমকি তৈরি করবে।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে সর্বশেষ আগ্রাসন যুদ্ধে শত্রুকে পিছু হটতে বাধ্য করা হয়েছে এবং তারা তাদের পরাজয় স্বীকার করেছে। বেশিরভাগ ইরানি জনগণ আক্রমণকারীদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিশোধ এবং অভিযান অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছিল। তারা আরও কঠোর শাস্তির প্রত্যাশা করছিল। শত্রু নিজেই হতাশা থেকে যুদ্ধবিরতি চেয়েছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img