মঙ্গলবার | ১ জুলাই | ২০২৫

জাতিসংঘ পারমাণবিক পর্যবেক্ষক প্রধানকে ইরানের হুমকি; ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নিন্দা

spot_imgspot_img

জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি’র প্রতি হুমকির ঘটনায় সোমবার (৩০ জুন) নিন্দা জানিয়েছে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন।

ইসরাইল ও আমেরিকার বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য গ্রোসি’র অনুরোধ প্রত্যাখ্যান করার পর, তেহরান তাকে ‘দায়িত্বের বিশ্বাসঘাতক’ বলে অভিযুক্ত করেছে। পাশাপাশি, ইরানি সংসদ আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

প্যারিস থেকে এএফপি জানায়, এক যৌথ বিবৃতিতে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো, জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুল এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, ‘আমরা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি’র প্রতি হুমকির নিন্দা জানাচ্ছি এবং সংস্থাটির প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছি।’

তারা আরও বলেন, ‘আমরা ইরানি কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি- তারা যেন আইএইএর সঙ্গে সহযোগিতা বন্ধে কোনো পদক্ষেপ না নেয়।’

‘আমরা ইরানকে আহ্বান জানাচ্ছি, তারা যেন তাদের আইনি বাধ্যবাধকতার আলোকে অবিলম্বে পুনরায় পূর্ণ সহযোগিতা শুরু করে এবং আইএইএ কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করে।’

ইরানের রক্ষণশীল কায়াহান পত্রিকা সম্প্রতি দাবি করেছে, তাদের কাছে প্রমাণ আছে- গ্রোসি একজন ইসরাইলি গোয়েন্দা এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত।

সূত্র: বাসস

সর্বশেষ

spot_img
spot_img
spot_img