বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

ইরানে মোসাদের আরও ৫০ গোয়েন্দা আটক

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী দিয়ে অভিযান চালায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ সংশ্লিষ্ট ৫০ জনের বেশি গোয়েন্দা আটক হয়।

মেহের নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, অভিযানের সময় দুজন নিহতও হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) এক বিবৃতিতে আইআরজিসির স্থলবাহিনীর কুদস ঘাঁটি জানিয়েছে, ইসরাইলপন্থি ‘সন্ত্রাসী ও ভাড়াটে গোষ্ঠীগুলোর’ বিরুদ্ধে কয়েক দফায় পরিচালিত অভিযানে এসব ব্যক্তি আটক হন। এ ছাড়া, আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে আমেরিকায় তৈরি আগ্নেয়াস্ত্রও রয়েছে।

আইআরজিসি জানায়, ধৃত ব্যক্তিরা ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও নিরাপত্তা স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনায় যুক্ত ছিল। গোটা অভিযানটি দুই সপ্তাহব্যাপী পরিকল্পনার ভিত্তিতে বাস্তবায়ন করা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ