বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

ইরানের ওপর আগ্রাসন চালিয়ে ১২ সাংবাদিককে হত্যা করে ইসরাইল

গত ১৩ জুন ভোরে কোনো ধরনের উস্কানি ছাড়াই ইরানে আকস্মিক হামলা চালায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। টানা ১২ দিনের সেই আগ্রাসনে কমপক্ষে ১২ জন ইরানি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনা।

বৃহস্পতিবার (১০ জুলাই) ইরানের আধাসামরিক বাহিনী বাসিজ-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরনা।

বাসিজ ইরানের প্রতিরক্ষা বাহিনীর এলিট বিভাগ ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একটি শাখা সংস্থা। বৃহস্পতিবার এক বিবৃতিতে বাসিজের পক্ষ থেকে বলা হয়েছে, “সত্যের কণ্ঠস্বর বন্ধ করে দিতে এবং প্রতিরোধী পক্ষের সংবাদমাধ্যমকে কোনঠাসা করতে ১২ দিনের সংঘাতের সময় পরিকল্পিতভাবে ইরানের সংবাদ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে হামলাকারী বাহিনী। তাদের হামলায় এ পর্যন্ত ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন।

‘ইরান পরমাণু অস্ত্র নির্মাণের দোরগোড়ায়’— অভিযোগ তুলে গত ১৩ জুন দেশটির পরমাণু ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান অভিযান শুরু করে ইসরাইলি বিমান বাহিনী। পরে আমেরিকার হস্তক্ষেপে গত ২৫ জুন যুদ্ধবিরতিতে যায় ইরান এবং ইসরাইল।

ইসরাইলি বিমান বাহিনীর অভিযান শুরুর পর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও। সেই হামলায় সরকারি হিসেব অনুযায়ী ইসরাইলে ২৮ জন নিহত হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ