বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

অবশেষে তিন ইউরোপীয় দেশের সঙ্গে পরমাণু আলোচনায় সম্মত হয়েছে ইরান

‘ই৩’ নামে পরিচিত তিন ইউরোপীয় দেশ— ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানিয়েছে, আগামী শুক্রবার (২৫ জুলাই) তুরস্কের ইস্তাম্বুল শহরে এই আলোচনা শুরু হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১৭ জুলাই) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনায় ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরা পারমাণবিক চুক্তির জন্য কূটনীতিতে ফিরে আসতে ইরানকে আহ্বান জানান।

ই৩ ও ইইউর সঙ্গে আলোচনার পর আরাঘচি এক এক্স বার্তায় বলেন, ‘যদি ইইউ বা ই৩ কোনো ভূমিকা রাখতে চায়, তাহলে তাদের দায়িত্বশীলভাবে কাজ করা উচিত এবং হুমকি ও চাপের জীর্ণ নীতিগুলোকে একপাশে রেখে দেওয়া উচিত।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img