বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

আল্লাহর কৃপায় ইরানের অগ্রগতি আরও এগিয়ে যাবে: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, শহীদ বিজ্ঞানী ও সামরিক কমান্ডারদের রক্ত বিফলে যাবে না, বরং ভবিষ্যতে ইরানের সামরিক ও বৈজ্ঞানিক অগ্রগতি আরও দ্রুত হবে।

স্থানীয় সময় শুক্রবার (২৫ জুলাই) এক বার্তায় তিনি এসব কথা বলেন।

ইরানের সর্বোচ্চ বলেন, দুষ্ট ও শপথভঙ্গকারী ইহুদিবাদী শত্রু ইরানি জাতির ওপর আঘাত হেনেছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ বাকেরি, হোসেইন সালামি ও মেজর জেনারেল আমির-আলী হাজিজাদেহর অনুপস্থিতি যে কোনো জাতির জন্যই কঠিন একটি ক্ষতি। তবে এই স্বল্পদৃষ্টিসম্পন্ন ও নির্বোধ শত্রু তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ‘ভবিষ্যতে স্পষ্ট হয়ে যাবে যে শহীদদের রক্ত বৃথা যায়নি। বরং আল্লাহর কৃপায় আমাদের বৈজ্ঞানিক ও সামরিক অগ্রগতি আরও জোরালোভাবে এগিয়ে যাবে।’

আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, ‘এই শহীদরা এমন এক পথ বেছে নিয়েছিলেন যেখানে শহীদ হওয়া অবাক করার কিছু নয়। তারা তাদের আরাধ্য লক্ষ্য অর্জন করেছেন। তবে তাদের প্রস্থান ইরানি জাতির জন্য অত্যন্ত দুঃখজনক।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ