তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। বিমান থেকো অবতরণের পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ড. ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান।
এসময় তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। পরে রয়্যাল মালয় রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের ২৮ জন কর্মকর্তা ও সদস্যের সমন্বয়ে গঠিত গার্ড অব অনার পরিদর্শন করেন ড. ইউনূস। গার্ড অব অনারের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মোহদ মাসরুর হিদায়াত মাসরি।









