সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

পাকিস্তানে স্বাধীনতা দিবসে সেনাপ্রধান আসিম মুনীরকে দেওয়া হলো ‘হিলাল-ই-জুরাত’

পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবসে দেশের অসামান্য জাতীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনীর এবং এয়ার চিফ মার্শাল জাহির আহমাদ বাবরকে ‘হিলাল-ই-জুরাত’ পদকে ভূষিত করা হয়েছে। মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবনে আয়োজিত বর্ণাঢ্য রাষ্ট্রীয় অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

এদিন একই অনুষ্ঠানে আরও বিশিষ্ট বেসামরিক ও সামরিক ব্যক্তিদের রাষ্ট্রীয় পদকে ভূষিত করা হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ফিল্ড মার্শাল আসিম মুনীর, সিনেট চেয়ারম্যান, জাতীয় পরিষদের স্পিকার, বিলাওয়াল ভুট্টো জারদারি, আসিফা ভুট্টো জারদারি এবং সরকার ও সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, আইনমন্ত্রী আজম নাজির তারার, তথ্যমন্ত্রী আত্তা তারার, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি, পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, বিলাওয়াল ভুট্টো জারদারি ও রানা সানাউল্লাহকে নিশান-ই-ইমতিয়াজে ভূষিত করা হয়। ইসহাক দার কূটনৈতিক পর্যায়ে পাকিস্তানের অবস্থান কার্যকরভাবে উপস্থাপন করায় এবং বিলাওয়াল ভুট্টো কূটনৈতিক অবদানের জন্য এই সম্মাননা পান।

চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল সাহির শামশাদ মির্জা এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরফকে নিশান-ই-ইমতিয়াজ প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর কূটনৈতিক দলের সদস্য সিনেটর শেরি রহমান, ফয়সাল সুবজওয়ারি, হিনা রব্বানি খার, খুররম দস্তগীর খান, বুশরা আঞ্জুম, উমর ফারুক, জলিল আব্বাস জিলানি, মুসাদিক মালিক এবং তারিক ফাতেমি হিলাল-ই-ইমতিয়াজে ভূষিত হন।

পাকিস্তান বিমান বাহিনীর পাইলট উইং কমান্ডার বিলাল রেজা, উইং কমান্ডার হাম্মাদ ইবনে মাসউদ, স্কোয়াড্রন লিডার মুহাম্মদ ইউসুফ খান, উসামা আশফাক, মুহাম্মদ হাসান আনিস, তালাল হাসান, ফিদা মুহাম্মদ খান ও মুহাম্মদ আশহাদ সিতারা-ই-জুরাত পান।

শহীদ ল্যান্স হাবিলদার আমির শিরাজ, ল্যান্স নায়েক ইকরামুল্লাহ এবং সিপাহি আদীল আকবরকে মরণোত্তর তামঘা-ই-জুরাত প্রদান করা হয়। সিপাহি নিসার আহমদ শহীদ মরণোত্তর সিতারা-ই-বাসালাত পান। একই পদক পান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিক, নওমান জাকারিয়া, মুহাম্মদ জাফর ইকবাল, সৈয়দ আমির রেজা, শাহিদ ইমতিয়াজ ও আহমদ শরীফ চৌধুরী।

সিতারা-ই-বাসালাতপ্রাপ্তদের তালিকায় আরও আছেন ভাইস অ্যাডমিরাল রাজা রব নওয়াজ, রিয়ার অ্যাডমিরাল আবদুল মুনিব, রিয়ার অ্যাডমিরাল ফয়সাল আমিন, মেজর জেনারেল ওয়াজিদ আজিজ, এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ ইহসান উল হক, মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ, এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমদ, রিয়ার অ্যাডমিরাল শহজাদ হামিদ, মেজর জেনারেল মুহাম্মদ জাওয়াদ তারিক এবং মেজর জেনারেল তাজদীদ মুমতাজ।

এছাড়া এয়ার কমোডর আত্তাউল্লাহ জাইব, জিয়া আফতাব, মুহাম্মদ নওমান আলী খান, আলি জাওয়েদ হাশমি, সাজ্জাদ হায়দার, ক্যাপ্টেন আসিফ আমিন ও ক্যাপ্টেন মুহাম্মদ হায়দার আলীকেও সিতারা-ই-বাসালাত প্রদান করা হয়।

সূত্র: এআরওয়াই

spot_img
spot_img

এই বিভাগের

spot_img