আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হক্কানী বলেছেন, দেশে এখন একটি পূর্ণাঙ্গ ইসলামী শাসনব্যবস্থা চালু আছে এবং কারও অতীত কর্মকাণ্ডের জন্য আর জবাবদিহি করতে হবে না। তিনি বিদেশে থাকা আফগানদের দেশে ফিরে এসে সম্মানের সাথে বসবাসের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) বীজয় দিবস উপলক্ষে লোয়া জিরগা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খলিফা হক্কানী বলেন, আমাদের জিহাদের লক্ষ্য ছিল দখলদারিত্বের অবসান ঘটানো এবং দেশে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি নয়। তিনি আরও বলেন, যে স্বাধীনতা ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, ইমারাতে ইসলামিয়া তার সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ। হক্কানী সবাইকে সতর্ক করে বলেন, বিজয়ের দিন উদযাপন করতে হবে বিনয়ের সাথে এবং অতীতের কষ্ট ভুলে যাওয়া যাবে না। তিনি স্বীকার করেন, সামনে আরও উন্নতির পথ বাকি আছে এবং সে জন্য ধৈর্য ও সহনশীলতার প্রয়োজন।
তিনি আশ্বাস দিয়ে বলেন, কেউ কারও অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। দেশে একটি দায়িত্বশীল শাসনব্যবস্থা রয়েছে এবং মানুষের চাহিদা সময়মতো পূরণ হচ্ছে।
আফগান স্বরাষ্ট্রমন্ত্রী ১৫ আগস্টকে আফগান জনগণের ত্যাগের ফল আখ্যায়িত করে বলেন, স্বাধীনতা এক মহৎ নিয়ামত, যার আসল মূল্য বোঝে তারাই যারা দুঃখ-কষ্ট সহ্য করেছে। তিনি সতর্ক করে বলেন, ইমারাতে ইসলামিয়ার মুজাহিদরা বাস্তবে নিজেদের প্রমাণ করেছে এবং কাউকেই দেশ বিভক্ত করার সুযোগ দেওয়া হবে না। খলিফা হক্কানী আবারও জোর দিয়ে বলেন, আফগানিস্তান কোনো দেশের জন্য হুমকি নয়।
সূত্র : আরটিএ ও রেডিও হুরিয়াত