শুক্রবার | ১৭ অক্টোবর | ২০২৫

সাধারণ ক্ষমার আওতায় আগের আমলের প্রশাসনের লোকেরা নিরাপদে আছেন : আফগান ডেপুটি প্রধানমন্ত্রী

আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আবদুস সালাম হানাফী বলেছেন, দেশে বসবাসরত সব আফগানের জীবন ও সম্পদ নিরাপদ এবং ইমারাতে ইসলামিয়া সবার অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, সাধারণ ক্ষমার আওতায় পূর্ববর্তী প্রশাসনের কর্মকর্তারাও নিরাপদে বসবাস করছেন।

শুক্রবার (১৫ আগস্ট) বীজয় দিবস উপলক্ষে লোয়া জিরগা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাওলানা হানাফী বলেন, দেশের ভেতরে বসবাসরত সব আফগানের জীবন ও সম্পদ নিরাপদ রয়েছে। ইমারাতে ইসলামিয়া নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং আফগান ভূমি অন্য কারও বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, গত দুই দশকে পূর্ববর্তী সরকারের আমলে মাদক ও দুর্নীতি ব্যাপকভাবে বেড়েছিল এবং এতে ৫০ লাখেরও বেশি মানুষ আসক্ত হয়েছিল।

তিনি আরও বলেন, সাধারণ ক্ষমার ফরমান অনুযায়ী পূর্ববর্তী প্রশাসনের কর্মকর্তারা দেশে নিরাপদে বসবাস করছেন। তাদের অধিকার রক্ষা করা হচ্ছে এবং অতীতের বিরোধকে কেন্দ্র করে কাউকে হয়রানি করতে দেওয়া হবে না। মাওলানা হানাফী জানান, পূর্ববর্তী সেনাদের এতিম সন্তানের দেখভালের দায়িত্ব ইমারাতে ইসলামিয়া নিয়েছে এবং তাদের শিক্ষার জন্য বিশেষ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।

আফগান ডেপুটি প্রধানমন্ত্রী জানান, গত তিন বছরে প্রতিবেশী ও ইউরোপীয় দেশ থেকে তিন মিলিয়নেরও বেশি শরণার্থী দেশে ফিরেছে। এদের জন্য ২৫টি প্রদেশে প্রায় ৩৫টি আবাসন নগরী (টাউনশিপ) নির্মাণ করা হয়েছে। তিনি বিদেশে থাকা আফগানদের প্রতিও আহ্বান জানান, তারা যেন দেশে ফিরে এসে আফগানিস্তানের পুনর্গঠনে অংশ নেয়।

সূত্র : আরটিএ ও রেডিও হুরিয়াত

spot_img
spot_img

এই বিভাগের

spot_img