মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

গাজ্জায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যার প্রতিবাদে নিউইয়র্ক সিটির এক বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) নিউ ইয়র্ক সিটির বিভিন্ন স্থানে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য স্থান ছিল ব্রায়ান্ট পার্ক এবং কলম্বাস সার্কেল।

বিক্ষোভকারীরা বলেন, গাজ্জায় যা ঘটছে, তা একেবারেই সহ্য করার মতো নয়। গাজ্জাবাসীদের জন্য জরুরি সহায়তা এখনই প্রয়োজন। আর সেটা আজই বাস্তবায়নযোগ্য যদি মার্কিন সরকার ইসরাইলকে অর্থ ও অস্ত্র সহায়তা বন্ধ করে।

নিউইয়র্কে ফিলিস্তিনি ইয়ুথ মুভমেন্টের সদস্য মিরিয়াম ওসমান বলেন, এটি মানবতার জন্য একটি গণমিছিল। প্রত্যেকেরই আজ এখানে থাকা উচিত। কারণ, গাজ্জায় আমরা যা দেখছি তা একেবারেই সহ্য করার মতো নয়। বিক্ষোভকারীদের একটি স্পষ্ট দাবি, গাজ্জায় ক্ষুধা বন্ধ করো।

পিপলস ডিসপ্যাচের সাংবাদিক ও সম্পাদক জোই আলেকজান্দ্রা জানিয়েছেন, তিনি গাজ্জায় সহকর্মীদের প্রতি সংহতি জানিয়ে এই বিক্ষোভে অংশ নিয়েছেন।

তিনি বলেন, গাজ্জার সাংবাদিকরা কেবল নিজেদের জনগণের গণহত্যার গল্প তুলে ধরতে গিয়ে কাজ করছিলেন। আর এজন্যই ইসরাইল তাদের টার্গেট করছে, হুমকি দিচ্ছে, মিথ্যা অভিযোগ দিচ্ছে, এবং শেষমেশ তাদের পরিবারের সামনে হত্যা করছে। আমরা সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা একত্রিত হয়েছি এই বার্তা দিতে যে, ইসরাইলকে সাংবাদিক ও নিরীহ সকল মানুষকে হত্যা বন্ধ করতে হবে।

সূত্র: আল জাজিরা।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img