সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

সামরিক সংঘর্ষে ভূপাতিত হওয়া ৬ ভারতীয় যুদ্ধবিমানের ফুটেজ পাকিস্তানের হাতে রয়েছে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, গত মে মাসে ভারত-পাকিস্তানের সীমিত সামরিক সংঘর্ষে ভূপাতিত হওয়া ৬টি ভারতীয় যুদ্ধবিমানের ভিডিও ফুটেজ পাকিস্তানের হাতে রয়েছে।

রোববার (১৭ আগস্ট) লাহোরে এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার পরপরই রাডার ডেটা হাতে এসেছিল। তবে প্রমাণ ছাড়া প্রকাশ করা হয়নি। আমাদের হাতে এখন সব ছয়টি বিমানের ভিডিও ফুটেজ আছে।

মোহসিন নাকভি জানান, সংঘর্ষ চলাকালে পাকিস্তানের সেনা, নৌ ও বিমানবাহিনী ছাড়াও গোয়েন্দা সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, ভারতের পরিকল্পনা, কোনও বিমান ব্যবহার হবে, সবই আগে থেকে আমাদের গোয়েন্দারা জানত।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সংঘর্ষের সময় ভারত সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি পাকিস্তানি ঘাঁটিকে লক্ষ্য করে। তবে কোনো ক্ষেপণাস্ত্র ওই ঘাঁটিতে আঘাত হানেনি; কিছু সীমান্ত পেরোতে ব্যর্থ হয়, কিছু বাইরে গিয়ে পড়ে। পাল্টা হামলায় পাকিস্তানি বাহিনী ভারতীয় সামরিক স্থাপনা টার্গেট করে এবং একটি বড় তেল ডিপো ধ্বংস করে।

নাকভির বলেন, এসব হামলায় কোনো বেসামরিক প্রাণহানি হয়নি। তবে একটি ঘাঁটিতে ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিমানবাহিনীর একজন সদস্য শহীদ হয়েছেন।

নূর খান এয়ারবেসে ভারতীয় মিসাইল আঘাত হানলেও কোনো ক্ষতি হয়নি বলে জানান নাকভি।

সূত্র: ডন

spot_img
spot_img

এই বিভাগের

spot_img