পাকিস্তানের কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান মাহমুদ খান আচাকজাইকে পাকিস্তানের জাতীয় পরিষদের বিরোধী দলনেতা পদের জন্য মনোনীত করেছেন।
বুধবার (২০ আগস্ট) ডন নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, কারারুদ্ধ পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান মাহমুদ খান আচাকজাই ও আজম খান শাতীকে জাতীয় পরিষদ ও সিনেটের বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করেছেন।
পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, ইমরান খান ওমর আইয়ুবের জায়গায় জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা হিসেবে মাহমুদ খান আচাকজাই এবং শিবলি ফারাজের জায়গায় সিনেটের বিরোধীদলীয় নেতা হিসেবে আজম খান শাতীকে মনোনীত করেছেন।
উপনির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, খান সাহেব এই সিদ্ধান্ত পিটিআইয়ের রাজনৈতিক কমিটির বিবেচনার উপর ছেড়ে দিয়েছেন। আজ রাজনৈতিক কমিটির একটি সভা অনুষ্ঠিত হবে, যেখানে কমিটির সদস্যরা সিদ্ধান্ত নেবেন যে তারা সারা দেশে আসন্ন উপনির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা।
পিটিআই মহাসচিব আরো বলেন, পাঞ্জাব বিধানসভায় বিরোধীদলীয় নেতার জন্য ইমরান খান ৫টি নাম চেয়েছেন, যার মধ্যে একটি তিনি নিজেই বেছে নেবেন এবং তাকেই বিরোধীদলীয় নেতা হিসেবে মনোনীত করা হবে।
সংবাদমাধ্যমের তথ্যমতে, পিটিআইয়ের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৯ মে’র সহিংসতার মামলায় ফয়সালাবাদের সন্ত্রাসবিরোধী আদালত সম্প্রতি রায় ঘোষণা করে। এতে সিনেটের বিরোধীদলীয় নেতা শিবলি ফারাজ, জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব ও জারতাজ গুল সহ মোট ১৯৬ জন পিটিআই নেতা-কর্মীকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়।
এর প্রেক্ষিতে গত ৫ আগস্ট, পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) দলটি থেকে নির্বাচিত সিনেটের বিরোধীদলীয় নেতা শিবলি ফারাজ এবং জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব সহ ৯ জন সংসদ সদস্য এবং একজন সিনেটরকে অযোগ্য ঘোষণা করে।
গত ৮ আগস্ট জাতীয় পরিষদের স্পিকার পিটিআই নেতা ওমর আইয়ুবকে বিরোধী দলনেতার পদ থেকে অপসারণ করেন এবং পিটিআইয়ের কাছ থেকে বিরোধী দলীয় চেম্বারও প্রত্যাহার করে নেন। সংসদীয় নেতা হিসেবে পিটিআইয়ের জারতাজ গুল এবং উপ-সংসদীয় নেতা হিসেবে আহমেদ চাথারের পদ দুটিও খালি রাখেন তিনি এবং এব্যাপারে সংসদকে অবহিত করেন।
শূন্য পদ পূরণ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন যে, সিনেট ও জাতীয় পরিষদের নতুন বিরোধী নেতার জন্য বিরোধী দল এবং স্পিকারের মধ্যে শীগ্রই পরামর্শ ও প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হবে। নির্বাচিত হওয়ার পর, জাতীয় পরিষদের স্পিকার নতুন বিরোধীদলীয় নেতার একটি বিজ্ঞপ্তি জারি করবেন। পিটিআইয়ের স্বতন্ত্র সদস্যদেরকে সংসদীয় নেতা এবং উপ-সংসদীয় নেতা হওয়ার জন্য পুনরায় মনোনয়ন দিতে হবে।
সূত্র: ডন