পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খানের আট মামলায় জামিন মঞ্জুর করেছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ২০২৩ সালের ৯ মে মাসের সহিংসতার সঙ্গে সম্পর্কিত আটটি মামলায় জামিন পেলেন তিনি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন।
পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আজ (বৃহস্পতিবার) জামিন আবেদনের ওপর শুনানি করেন।
ইমরান খানের পক্ষে ছিলেন ব্যারিস্টার সালমান সফদার, আর রাষ্ট্রপক্ষে ছিলেন পাঞ্জাবের বিশেষ প্রসিকিউটর জুলফিকার নকভি।
২০২৪ সালের নভেম্বরে, লাহোরের একটি সন্ত্রাসবিরোধী আদালত ৯ মে, ২০২৩ সালের দাঙ্গার সাথে সম্পর্কিত মামলায় ইমরান খানের জামিন বাতিল করে দেয়। যার মধ্যে লাহোরের কর্পস কমান্ডারের বাড়িতে হামলাও অন্তর্ভুক্ত ছিল।
কারাবন্দি পিটিআই নেতার আবেদনকে চ্যালেঞ্জ করে ২৪ জুন লাহোর হাইকোর্টও জামিন আবেদন খারিজ করে দেয়। পরবর্তীকালে, কয়েকদিন পরে, ইমরান খান সুপ্রিম কোর্টে জামিন নাকচের রায়কে চ্যালেঞ্জ করেন।